Print Date & Time : 7 July 2025 Monday 1:04 pm

চুয়াডাঙ্গায় নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলার পুলিশ লাইনস ড্রিল শেডে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পুলিশ নারী কল্যাণ সংস্থার সভানেত্রী পুলিশ সুপার পতœী ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ও সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: শামীমা ইয়াসমিন। এসএমসি এন্টারপ্রাইজের জয়া স্যানিটারি ন্যাপকিন এর সৌজন্যে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমসি এন্টারপ্রাইজের কুষ্টিয়া অফিসের সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।

এসআই আব্দুল বারেকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান কাজল, ডিবির ওসি আলমগীর হোসেন, কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ও চুয়াডাঙ্গা জেলার এসএমসি এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউটর রাজু সাহা প্রমূখ।