প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিন দিনব্যাপী অমর বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি থেকে তিন দিনব্যাপী অমর বইমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, আদর্শ সরকারি মহিলা অধ্যক্ষ আজিজুর রহমান, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল জোয়ার্দ্দার টোটনসহ জেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। মেলায় জেলা প্রশাসনের একটিসহ মোট ১৬টি স্টল স্থান পেয়েছে।