প্রতিনিধি, চুয়াডাঙ্গা: শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চুয়াডাঙ্গায় বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন। দেশের কোটাবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় এ জানাজার আয়োজন। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জেলা বিএনপির আয়োজনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দেশে কয়েক জন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিএনপি এ গায়েবানা জানাজার আয়োজন করে। দুপুর থেকে দলীয় নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন।
কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মওলানা আনোয়ার হোসেন এ জানাজা নামাজ পড়ান। জানাজা নামাজে অংশ গ্রহণ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থতি ছিলেন।