Print Date & Time : 7 July 2025 Monday 3:58 pm

চুয়াডাঙ্গায় বিএনপির ২৯ নেতাকর্মী কে কারাগারে প্রেরণ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আজ বেলা দেড়টার দিকে নাশকতার দুটি মামলায় বিএনপির ২৯ নেতাকর্মী আত্মসমর্পণ করতে গেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাদের জামিন না দিয়ে প্রথম আদালতের বিচারক মো রিপোন হোসেন তাদের আদালতে র আদেশ দেন । বুধবার (৩ জুলাই) দুপুর দর্শনা থানায় করা নাশকতার দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে আসেন তারা।

এসময় জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. রিপন হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আইনজীবী অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল।

তিনি জানান, দর্শনা থানার নাশকতার দুটি মামলায় ৩২ নেতাকর্মী চুয়াডাঙ্গা জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক মো. রিপন হোসেন একটি মামলায় ১৫ জন ও অপর মামলায় ১৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর বাবার নামে ভুল থাকায় বাকি তিনজনের আবেদন গ্রহণ করেননি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার বিচার বিভাগ, পুলিশ-প্রশাসনসহ সবকিছু হাতের মধ্যে নিয়ে নিয়েছে। মানুষের বিচার বিভাগের প্রতি যে আস্থা ছিল, সেটিও হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, তারা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতাকর্মীদের কারাগারে পাঠিয়েছে।