Print Date & Time : 8 September 2025 Monday 12:33 am

চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রির অপরাধে জরিমানা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দামুড়হুদা উপজেলার দামুড়হুদা উপজেলা গেট ও থানামোড় এলাকায় গতকাল সার-বীজ-কীটনাশক, মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযানে বিএডিসি ও বিসিআইসি সার ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। উপজেলা গেটের সামনে মেসার্স নাঈম ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকিতে সরকার নির্ধারিত ১১০০ টাকার টিএসপি সার ১৭৮০ টাকায় বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া ইউরিয়া, ডিএপি ও এমওপি সারও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয় করেছেন। এছাড়া মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক জব্দ করা হয়। ওই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হাসানুন নাঈমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মো. জালাল উদ্দিন ও এসআই ওবাইদুরের নেতৃত্বে দামুড়হুদা থানা পুলিশের একটি টিম।