Print Date & Time : 15 September 2025 Monday 10:04 pm

চুয়াডাঙ্গায় ভুট্টাবীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময়

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ভুট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলার সব ভুট্টাবীজ আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা।

সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল-আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর, দামুড়হুদা উপজেলার কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফ হোসেন এবং আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা ও জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম। সভায় চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৩০ জন আমদানিকারক এবং সরবরাহকারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।