প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বাসচাপায় কামরুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবীর জানান, কামরুল ইসলাম মোটরসাইকেলযোগে দর্শনার দিকে আসছিল। সে দর্শনা বাসস্ট্যান্ডে পৌঁছালে দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আফতাব হোসেনের ছেলে আরেক মোটরসাইকেল চালক নেন্টু (৫০) তাকে পেছন থেকে ধাক্কা দিলে দুজনই রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস এমকে দোয়েল (ঢাকা মেট্রো ব-১৪-১৯৫০) তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কামরুল নিহত হয়।
এ সময় অপর মোটরসাইকেল চালক নেন্টু গুরুতর আহত হয়। নিহত কামরুলের লাশের ময়নাতদন্ত করার জন্য ও আহত নেন্টুকে উদ্ধার করে চিকিৎসা নিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
দর্শনা থানায় কর্তব্যরত পুলিশ উপপরিদর্শক হারুন অর রশীদ জানান, এ দুর্ঘটনার পর বাসটির চালক ও তার সহকারী পালিয়ে গেলেও পুলিশ বাসটি আটক করে দর্শনা থানা হেফাজতে নিয়েছে।