চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গতকাল সর্বনিন্ম তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। জেলার সর্বত্র শৈত্যপ্রবাহের সঙ্গে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। এর আগে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিন্ম ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসের ইনচার্জ রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

খোঁজ নিয়ে জানা যায়, শৈত্যপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় হতদরিদ্র মানুষ শীতে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। দিনমজুররা কাজ পাচ্ছেন না। কাজের সন্ধানে এসে তারা অপেক্ষার পালা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছেন। হঠাৎ করে শীতের প্রকোপে অপ্রস্তুত হয়ে পড়েছেন এ জেলার মানুষ।

এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় কাজের সন্ধানে শহরে আসা গাড়াবাড়িয়া গ্রামের জালাল, শফি ও আব্দুল কাদেরের সঙ্গে। তাদের মতো প্রায় ২০ শ্রমজীবী মানুষ সকালে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে দাঁড়িয়ে ছিলেন। তারা বলেন, ‘আমরা পরপর তিন দিন কোনো কাজ না পাওয়ায় ফিরে যাচ্ছি।’ তারা আক্ষেপ করে বলেন, প্রচুর শীতে আমরা কষ্ট পাচ্ছি। আমরা কম্বল পাই না, শহরের মানুষ কম্বল পায়।

এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়ে দেখা যায়, গত তিন দিনে যথাক্রমে ১৪, ২২ ও ২৬ শিশু শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত ৪৩ শিশু নিউমনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল।