প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় তাপমাত্রা কমেছে দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। গত এক সপ্তায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। গত ৮৪ দিন এ জেলায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। গত কয়েক তাপমাত্রা বাড়া কমার মধ্যেই রয়েছে। হিমেল হাওয়ায় কন কনে শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গায় রোদেলা আবহাওয়া বিরাজ করছে। হিমেল হাওয়ায় স্বাভাবিক জীবন যাত্রা থমকে গেছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক কর্মকর্তা রকিবুল হাসান জানান, শনিবার (৮ফেব্রুয়ারী) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আরো কয়েক দিন তাপমাত্রা আরো কমতে পারে বলে তিনি জানান।
এ জেলার তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় মানুষের কর্মজীবনে অস্তিরতা বিরাজ করছে। শিক্ষার্থীদের পড়াশুনার জন্য বাইরে বের হওয়া কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে। শীতের মধ্যেও শ্রমিকরা দুরদুরান্ত থেকে কাজের সন্ধানে ছুঁটছে।