Print Date & Time : 29 August 2025 Friday 11:40 pm

চুয়াডাঙ্গায় স্বাভাবিক প্রসব জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক হাবিবুল হক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনার উপ- পরিচালক এবিএম শরিফুল হক, ডা. বেলাল হোসেন, সদর হাসপাতালের আরএমও ফাতেহ আকরাম দোলন ও ডা. আওলিয়ার রহমান ।

অনুষ্ঠানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন সমস্যা তুলে ধরে কর্মশালায় বক্তারা বলেন, জেলার ৪ উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম গতিশীল করতে হবে। স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে মায়েরা চিকিৎসা সেবা পাইনা। সেইজন্য তারা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এতে সরকারের উদ্দেশ্য ব্যহত হচ্ছে। অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেয়।