Print Date & Time : 28 August 2025 Thursday 12:36 pm

চুয়াডাঙ্গায় সৎ মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগে বাবা আটক

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর রাতে জেলা গোয়েন্দা পুলিশ ঝিনাইদহের কালিগঞ্জ থেকে অভিযুক্ত এনামুল হক জনিকে আটক করে। সোমবার রাতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে। চুয়াডাঙ্গা শহরতলীর জাফরপুর পাওয়ার হাউস পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই সদর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জাফরপুরের পাওয়ার হাউস পাড়ার ফকির মোহাম্মদের ছেলে এনামুল হক জনি একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। এর আগে সে একাধিক বিয়ে করেছে। জনির আগের স্ত্রীর ১৪ বছর বয়সী একটি কন্য সন্তান রয়েছে। ওই কন্যাসন্তান মাদ্রাসায় পড়াশুনা করে। বিভিন্ন সময় সেই মেয়ে ওপর কু-নজর ও কু-প্রস্তাব দিত অভিযুক্ত পিতা এনামুল হক জনি। গত ১ ডিসেম্বর জনি তার বর্তমান স্ত্রীর অনুপস্থিতিতে কন্যা সন্তানকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। কৌশলে নিজেকে রক্ষা করে ওই শিশুটি। লোকলজ্জার ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে তার এক বান্ধবীকে বলে দেয় সে।

এরপর গত ১৪ মার্চ কর্মস্থল থেকে বাবা (জনি) বাড়িতে ফেরার কথা শুনে ঘরে থাকা তিনটি প্যারাসিটামল ওষুধ সেবন করেন ভুক্তভোগী মেয়ে। এতে অসুস্থ হয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেয়া হয় তাকে। তখন বিষয়টি জানাজানি হয়ে গেলে সোমবার রাতে অভিযুক্ত এনামুল হক জনির জাফরপুরের বাড়ি ঘেরাও করেন স্থানীয় জনতা। তার বাড়ির সামনে অবস্থান নেয় উত্তেজিত গ্রামবাসী।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালিদ হোসেন বলেন, ভিকটিমকে আমরা উদ্ধার করেছি। অভিযুক্ত জনিকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।