প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় কম্বাইন হারভের্স্টার মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় শহরের পৌর এলাকার বুজরুকগড়গড়ি নামক স্থানে কৃষক রেজাউল করিমের ৫২ শতক জমির পাকা ধান কাটার মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম রাসেল ও চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও হারভের্স্টার মেশিনের স্বত্তাধীকারী মুন্সী রেজাউল করিম খোকন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কম্বাইন হারভের্স্টার ৮-১০ লিটার ডিজেল খরচের মাধ্যমে ঘন্টায় এক একর জমির ধান কাটতে পারবে। চুয়াডাঙ্গায় প্রতি বিঘা জমির ধার কাটতে কৃষককে এক হাজার ২০০ টাকা ব্যয় করতে হবে।
উপস্থিত কৃষকরা জানান, এক বিঘা জমির ধান কাটতে, বাঁধতে ও মাড়াই করতে ১১টি কৃষি শ্রমিকের প্রয়োজন হয়। তাতে খরচ হয় তিন হাজার টাকা। কিন্তু কম্বাইন হারভের্স্টার দিয়ে ধান কাটতে খরচ হচ্ছে বিঘা প্রতি এক হাজার ২০০ টাকা। সেখানে ধান কাটতে সাশ্রয় হচ্ছে এক হাজার ৮০০ টাকা।