চুয়াডাঙ্গায় নবনিযুক্ত ডেপুটি কমিশনার ড. কিসিঞ্জার চাকমার সঙ্গে গতকাল শুভেচ্ছা বিনিময় করেছেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজ। এ সময় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নবনিযুক্ত ডিসিকে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন ও শুভেচ্ছা বিনিময় করেন রাজ্জাক খান রাজ। শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, ‘আমি চুয়াডাঙ্গা জেলার প্রতিটি মানুষের পাশে সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। আমি জেলার বিভিন্ন প্রতিবন্ধী, গরিব অসহায়, দিনমজুর মানুষের পাশে থেকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এ ছাড়া আমার চুয়াডাঙ্গার নিজস্ব বাড়ি পলাশপাড়ার খানমহলকে একটি চিকিৎসাকেন্দ্রে পরিণত করেছি।’ বিজ্ঞপ্তি

Print Date & Time : 4 September 2025 Thursday 12:12 pm
চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করবে মিনিস্টার গ্রুপ
করপোরেট কর্নার ♦ প্রকাশ: