Print Date & Time : 30 August 2025 Saturday 11:24 am

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান আর নেই

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার পর পর তিন বারের নির্বাচিত মেয়র মতিয়ার রহমান (৫৮) ভারতের দিল্লী অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। তিনি লিভারের জটিলতায় ভুগছিলেন। তার লিভার সম্পূর্ন অকেজো হয়ে পড়লে লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য চিকিৎসকরা পরামর্শ দেন।

এ অবস্থায় কোন ডোনার না পাওয়ায় তার জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। বহু চেষ্টা করে কোন ডোনার পাওয়া যাচ্ছিল না ঠিক সে সময় তার স্ত্রী রোজী রহমান নিজের জীবন বিপন্ন করে স্বামী মতিয়ার রহমানকে লিভার দেন। গত ২৪ নভেম্বর দিল্লীর অ্যাপোলো হাসপাতালে ১২ ঘন্টা অপারেশন শেষে লিভার প্রতিস্থাপন সম্পন্ন হয়। ১মাস ২দিন পর আজ মঙ্গলবার(২৭ডিসেম্বর) রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দর্শনা পৌরসভার মেয়র ও দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের মৃত্যু সংবাদ দর্শনায় পৌঁছুলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, দু মেয়ে ,দুভাই,দুবোনসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে বিরাট শুন্যতার সৃষ্টি হলো বলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর শোকবার্তায় জানিয়েছেন।