Print Date & Time : 9 September 2025 Tuesday 7:41 pm

চুয়াডাঙ্গার সমালয়ে যন্ত্রপাতির মাধ্যমে ধান রোপণ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমালয়ে যন্ত্রপাতির মাধ্যমে বোরো ধান রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামে ধান রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় ৫০ একর সমালয়ের জমিতে বোরো ধান রোপণ করা হয়। পাশাপাশি কৃষকদের বিনা মূল্যে সার, চারা, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করে উপজেলা কৃষি অফিস। কৃষকরা মেশিনের মাধ্যমে ধান রোপণ করতে পেরে খুশি। জমিতে এসএল৮এইচ জাতের ধান রোপণ করা হয়।

সমালয়ে যন্ত্রপাতির মাধ্যমে ধান রোপণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো আব্দুল মাজেদ। অনুষ্ঠানে মাধবপুর গ্রামের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।