প্রতিনিধি, চুয়াডাঙ্গা: সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গার তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে । গত ৩ দিনে তাপমাত্রা ৩ ডিগ্রির বেশি বৃদ্ধি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৫ শতাংশ। গতকাল বুধবার জেলায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলীসয়াস। গরমের কারনে ধীরে ধীরে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে।
গত ১৩ মার্চ প্রথম গরমের তাপমাত্রা রেকর্ড শুরু হয়। ওইদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। এর আগে সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৮ ফেব্রুয়ারি ১৮ ডিগ্রি সেলসিয়াস ।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠকর্মকর্তা রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেডর্ড করা হয় ৩৭ দশমিক৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসের আর্দ্রাতার পরিমাণ ছিল ২৫শতাংশ। তিনি আরো জানান ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক৯ ডিগ্রি তাপমাত্রা হলে সেটাকে আমরা মৃদু তাপপ্রবাহ ও ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ গণ্য করা হয় । চুয়াডাঙ্গায় গত বছর ৩০ এপ্রিল তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছর মার্চ ও এপ্রিল চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেশি থাকে।
মফিজ জোয়ার্দ্দার,চুয়াডাঙ্গা। ০১৭২৯-০১০৪৫৫