Print Date & Time : 31 July 2025 Thursday 11:15 pm

চুয়াডাঙ্গা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়ান (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়ান উপজেলার রোয়াকুলি স্কুল পাড়ার ওল্টুর ছেলে। সে রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র ছিল।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, ঘটনার সময় আয়ান স্থানীয় বদরগঞ্জ মোড় থেকে চুল কেটে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। রোয়াকুলি বটতলায় পৌঁছালে বালি বোঝাই একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।