প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা রেলবাজারে রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক ডা. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এই কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা সড়ক বিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে ওভারপাস নির্মাণ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। পরে সহজ রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব কাজ শেষ করে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার চূড়ান্ত করা হয়। আরও জানা গেছে, উদ্বোধনের দিন থেকে শুরু হয়ে ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।
নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম জানান, চুয়াডাঙ্গা একাডেমি মোড় থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা ঝিনাহদহ বাসস্ট্যান্ড মসজিদ পর্যন্ত দীর্ঘ এ ওভারপাস হবে একটি দৃষ্টিনন্দন প্রকল্প। প্রকল্পের মোট বরাদ্দের ৭৫ কোটি ১১ লাখ টাকার মধ্যে ৬৪ কোটি টাকা ব্যয়ে মূল ওভারপাস তৈরি করা হবে। এ ছাড়া বাকি টাকা দিয়ে ভূমি অধিগ্রহণ, প্রকল্প এলাকায় বৈদ্যুতিক তার স্থানান্তরসহ সৌন্দর্যবর্ধনের কাজে বরাদ্দ রাখা হয়েছে।
উদ্বাধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রমুখ।
উদ্বোধনের শুরুতে বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা শাখা কবরি রোড থেকে একটি শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমি মোড়ে উদ্বোধনী স্থানে এসে শেষ করে।