Print Date & Time : 11 September 2025 Thursday 2:21 am

চুয়েট ও দক্ষিণ কোরিয়ার ইনচিওন ইউনিভার্সিটির সমঝোতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সঙ্গে দক্ষিণ কোরিয়ার ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির এক দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে সমঝোতা স্মারক সই হয়।

চুক্তিতে চুয়েটের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট জং তায়ে পার্ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

অনুষ্ঠানে চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক এবং ইনচিওন ন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক জুন চোই উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি চুক্তির আওতায় আগামী পাঁচ বছর যাবত দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, একাডেমিক তথ্য-উপাত্ত, সাময়িকী ও প্রকাশনা বিনিময়, যৌথ গবেষণা প্রোগ্রাম, যৌথ কনফারেন্স আয়োজন প্রভৃতি সুবিধা ভোগ করবে। বিজ্ঞপ্তি