Print Date & Time : 7 July 2025 Monday 6:52 pm

চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন, ৩ পুলিশ প্রত্যাহার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে আজিজুল শেখ (২৮) নামে এক ডাকাতি মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত রোববার সন্ধ্যায় প্রত্যাহারকৃত তিনজনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

প্রত্যাহারকৃত তিন পুলিশ হলেন সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) মো. আনোয়ার হোসেন, কনস্টেবল মিলন হোসেন ও বেনজির নাহার।
পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, পালিয়ে যাওয়া আজিজুলকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

প্রসঙ্গত, রোববার বেলা ১১টার দিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেয়ার সময় কৌশলে পালিয়ে যান ডাকাতি মামলার আসামি আজিজুল শেখ। তার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানা ও সদর থানায় ডাকাতি মামলা রয়েছে। পলাতক আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মুকছেদপুর থানার জলিরপুর গ্রামের ফজল শেখের ছেলে।