Print Date & Time : 1 September 2025 Monday 10:25 pm

চুয়াডাঙ্গায় এক বৃদ্ধর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : জেলার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামে সব্বত আলী (৮৫) নামে এক বৃদ্ধর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, রবিবার সকাল সাড়ে ৮ টায় পুত্রবধূ শিরিনা খাতুন শ্বশুর সব্বত আলীকে খাবার দিতে গিয়ে দেখতে পায় তিনি মৃত অবস্থায় মাটিতে পড়ে আছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সব্বত আলীকে শ্বাসরোধ ও ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।