চুয়াডাঙ্গায় করোনায় নতুন আক্রান্ত ৪৩, শনাক্তের হার ১৩.৬০

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১৬ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফাতেহ আকরাম জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৫৫২জন।

এ পর্যন্ত চুয়াডাঙ্গায় ১৮৯ জন ও চিকিৎসাধীন অবস্থায় জেলার বাইরে ২০ জনসহ মোট মৃত্যু বরণ করেছেন ২০৯জন ।

এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬ হাজার ৮০২ জন। এ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন প্রথম ডোজ ৮ লাখ ৭৩ হাজার ৮১৩ জন, দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৬ লাখ ২৬ হাজার ৯০ জন ও তৃতীয় ডোজ বা বুষ্টার গ্রহণ করেছেন ৭ হাজার ১৩ জন।