চুয়াডাঙ্গায় কীটনাশক পান করিয়ে শিশুকে হত্যাচেষ্টা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় আনিছুর রহমান নামের এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে এক শিশুকে কীটনাশক পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

রোববার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে শিশুটির পাকস্থলি ওয়াশ করা হয়। ওয়াশের সময় পাকস্থলি থেকে কীটনাশকের উপস্থিতি পেয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত শিশু জানায়, রোববার রাতে সদর উপজেলার উক্তো গ্রামের হোটেল ব্যবসায়ী আনিছুর রহমান আমাকে বাড়ি থেকে এক হাজার টাকা নিয়ে আসতে বলে। আমি টাকা না নিয়ে আসায় সে আমাকে মারধর করে। এরপর একটি কোমল পানীয় খেতে দেয়। এর কিছুক্ষণ পর আমি অসুস্থ হয়ে পড়ি।

শিশুটির বাবা বলেন, আমার ছেলে বাড়ি থেকে কাউকে কিছু না বলে টাকা নিয়ে হোটেল ব্যবসায়ী আনিছুরকে দিত। ওই টাকা দিয়ে কয়েক দিন ধরে হোটেল থেকে বিভিন্ন খাবার খেত। এভাবে চলতে থাকলে আমি বিষয়টি টের পেলে আমার ছেলেকে সতর্ক করলে সে টাকা নেয়া বন্ধ করে দেয়। গতকাল ওই হোটেল ব্যবসায়ী আমার ছেলেকে বাড়ি থেকে টাকা আনার জন্য পাঠায়। আমার ছেলে টাকা না নিয়ে আসায় তাকে বেধড়ক পিটিয়ে বিষপান করিয়ে হত্যাচেষ্টা করেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান বলেন, শিশুটির পাকস্থলি ওয়াশ করা হয়েছে। এ সময় কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে শঙ্কামুক্ত কি না বলা যাচ্ছে না। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, এ বিষয়ে আমি এখনও কিছু শুনিনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।