Print Date & Time : 6 September 2025 Saturday 10:09 pm

চুয়াডাঙ্গায় গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা:  চুয়াডাঙ্গার জীবননগরে ধানবোঝাই গরুর গাড়ির চাকায় পিষ্ট হয়ে আল আমিন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যুর হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আল আমিন উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর পূর্ব পাড়ার উজ্জ্বল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল শিশু আল আমিন। এসময় একটি ধানবোঝাই গরুর গাড়ির চাকার নিচে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। তার বুকের হাড় ভেঙে গেছে এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া রয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।