Print Date & Time : 1 September 2025 Monday 1:35 pm

চুয়াডাঙ্গায় গাছের সাথে মোটরসাইকেল ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোটরসাইকেলের চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সাহিদ আফ্রিদি তন্ময় নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জানুয়ারি)  সকালে সরোজগঞ্জ নবিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় ঝিনাইদহ জেলার মধুহাটি ইউনিয়ানের চন্দ্রওয়ালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে চুয়াডাঙ্গা সরকারী কলেজের স্নাতক হিসবাবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিল।

জানা যায়, তন্ময় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতাল পাড়ায় বোনের বাড়ি থেকে পড়াশুনা করেন। সোমবার সকালে বোনের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ নবিনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহাসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।