Print Date & Time : 29 August 2025 Friday 4:19 am

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: স্মার্ট ফোনে আসক্তি;পড়াশোনার ক্ষতি’  এই প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং  বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ ‍ডিসেম্বর) দুদিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া।

বিজ্ঞান মেলা উদ্বোধনের পর সদর উপজেলা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এ.এইচ.এম.শামীমুজ্জামান।

মেলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ২০টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারনা দেয়।