Print Date & Time : 8 September 2025 Monday 10:07 am

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মেঘনাল ব্যাধ (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকালে আলমডাঙ্গা রেল স্টেশনের অদুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি রেলকলোনি পাড়ার স্বর্গীয় টিপনি ব্যাধরের স্ত্রী।

স্থানীয়রা জানান, রোববার বিকালে মেঘনাল ব্যাধ বাড়ির পাশে রেললাইনের উপর বসে ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামি আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দেখে তিনি দ্রুত লাইনের উপর থেকে সরে যাওয়ার সময় অসাবধানতাবশত পড়ে যায়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নিহতের পরিবারের লোকজন পুলিশ যাওয়ার আগেই লাশ নিয়ে গেছে।