Print Date & Time : 8 July 2025 Tuesday 10:16 pm

চুয়াডাঙ্গায় তালগাছ পড়ে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় গ্রামে পঁচা তালগাছ গায়ের উপর পড়ে কুয়ারী বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি)বেলা সাড়ে ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। কুয়ারী বেগম ওই এলাকার সাহাবুলের স্ত্রী।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অতিকুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, দুপুরে কুয়ারী বেগম রান্নার জন্য টিউবওয়েলে পানি আনতে যাচ্ছিলেন। এ সময় বাড়ির উঠানে থাকা একটি পঁচা তালগাছ হঠাৎ তার গায়ের উপর পড়ে যায়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন ঘটনার সত্যত্যা নিশ্চিত করেন।