Print Date & Time : 30 August 2025 Saturday 9:59 pm

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে  বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায় ডিসি কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন ডিসি আমিনুল ইসলাম,  পুলিশ সুপার জাহিদুল ইসলাম,  পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আবেদিন খোকন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি,  সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন। 

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় চাঁদমারি মাঠে এসে শেষ হয়।  সেখানে বেলুন  ও কবুতর উড়িয়ে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার’ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকীর কেক কাটেন  অতিথিরা।

মেলায় বিভিন্ন দপ্তরের প্রায় শতাধিক স্টল স্থান পেয়েছে। মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত।