চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারি। ছবি: শেয়ার বিজ।

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিয়া খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে নেহালপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লাশ ঘরে রাখা আছে।

আলিয়া খাতুন(৩৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়ানের দক্ষিণপাড়ার ফরজ আলির স্ত্রী।

জানা যায়, শুক্রবার রাতে আলিয়া খাতুন ওজু করে নামাজ পড়ার জন্য ঘরে এসে লাইট জ্বালানোর জন্য সুইচে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলিয়া খাতুনের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লাশ ঘরে রাখা আছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহাসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।