Print Date & Time : 2 September 2025 Tuesday 12:12 am

চুয়াডাঙ্গায় বীজ প্রত্যয়ন কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : ৩ কোটি ২ লাখ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৪ আগস্ট) বেলা ১১টায় নতুন ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।

জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা গণপূর্ত অধিদপ্তর নতুন ভবন নির্মাণকাজ বাস্তবায়ন করেছে। চলতি বছরের ১৯ জুলাই নির্মাণ শেষে এ ভবনটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন, কৃষিসমৃদ্ধ এ জেলায় কৃষিনির্ভর সব দপ্তরই প্রয়োজন। সে জন্য সরকার এর প্রয়োজন বোধ করেই এ ধরনের আধুনিক দপ্তরের নতুন ভবন নির্মাণ করে দিয়েছে। যাতে এখান থেকে কৃষিনির্ভর সব সুবিধা পাওয়া যায়।