প্রতিনিধি চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ দোকানে জরিমানা করা হয়েছে। আজ রোববার (১৩ নভেম্বর) শহরের বড়বাজার পুরাতন গলি ও নিউমার্কেট এলাকায় দুপুর ২ টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযানে পুরাতন গলির ভিতর আমদানিকারকের স্টিকার বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস, নিম্নমানের অননুমোদিত ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রয়ের অপরাধে মেসার্স মামুন কসমেটিকস এর মালিক মোঃ মামুন হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১৫,০০০ টাকা, এবং নিম্নমানের ও নাম পরিচয় বিহীন ভেজাল কসমেটিকস বিক্রয়ের অপরাধে মেসার্স সওদাগর কসমেটিকসকে ৩৭ ও ৪১ ধারায় ৬,০০০ টাকাসহ ০২টি প্রতিষ্ঠানকে মোট ২১,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।