Print Date & Time : 9 September 2025 Tuesday 11:31 am

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাতুল শেখ নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ৩ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নিহত রাতুল শেখ (১৬) চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর যদুপুর গ্রামের ঝন্টু শেখের ছেলে। সে জীবননগর উপজেলার উথলী ভোকেশনালের ১০ম শ্রেণির ছাত্র ছিলো।

তার পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে রাতুল শেখ ও তার বন্ধু তউছিফ আহম্মেদ বেগমপুর বাজারে একটি কফি হাউসে বসে গল্প করছিলো। এ সময় রাতুল কফি হাউস মালিক সাব্বিরের মোটরসাইকেলে তার বন্ধু তউছিফকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। পথিমধ্যে বেগমপুর-উথলী সড়কের ফুলতলা নামকস্থানে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লাগে।

এতে পিছনে বসে থাকা তউছিফ (১৬) সামান্য আঘাতপ্রাপ্ত হলেও গুরুতর আহত হয় রাতুল শেখ। স্থানীয় লোকজন রাতুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হান্নাতুল ফেরদৌস উন্নত চিকিৎসার জন্য রাতুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাতেই তাকে রাজশাহী নেয়া হয়। সেখানে নেয়ার কিছুক্ষণের মধ্যে মারা যায় রাতুল। রাতুলের পরিবারের লোকজন জানান, রাজশাহী নেয়ার পর রাত ৩ টার দিতে মারা যায় সে।