প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বসত বাড়ির সেপটি ট্যাংক পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার আনন্দধাম গ্রামে দূঘটনাটি ঘটে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, জেলার আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম দাসপাড়া নিপেন দাসের বসত বাড়ির সেপটি ট্যাংক পরিস্কার করতে আসে কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রামের শরিফুল (৩৫) ও পাবনা জেলার চাটমোহরের সাগর কুমার দাস (১৯) নামের দুই শ্রমিক। প্রথমে ট্যাংকে নামে শরিফুল। পরবর্তীতে তার কোন সাড়াশব্দ না পেয়ে সাগরও ট্যাংকের ভিতর নামে। কিন্তু তারও কোন সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির মালিক চিৎকার শুরু করেন। পরে গ্রামবাসী ফায়ার সার্ভিসের খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ট্যাংকের ভিতর থেকে ওই দুই শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Print Date & Time : 4 September 2025 Thursday 7:54 pm
চুয়াডাঙ্গায় সেপটি ট্যাংক পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সারা বাংলা ♦ প্রকাশ: