Print Date & Time : 29 August 2025 Friday 4:56 am

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর উপজেলার ঢাকা- চুয়াডাঙ্গা সড়কের ছয়মাইলে জে আর পরিবহন ও এক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত হাসনাত কবির দিপু(৩৫) ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার আবু নাছোর বিশ্বাসের ছেলে।

আজ দুপুর দেড়টার সময় চুয়াডাঙ্গা শহর হইতে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ছয়মাইল মিলনামক স্থানে পৌঁছালে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসা জে আর পরিবহন এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর জখম হয়। আশে পাশে থাকা লোকজন তাৎক্ষণিক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান খাতুন পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনা সম্পর্কে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহব্বুর রহমান কাজল জানান, জে আর পরিবহন আটক করা হয়েছে তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।