চুয়েটে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির সভা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা ও সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিএইচএসআর’র চেয়ারম্যান ও চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় কমিটির সদস্য সচিব এবং গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি