চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের ‘অ্যাম্বাসেডর প্রোগ্রাম ও আইইএলটিএস স্কলারশিপ স্কিম’ শীর্ষক একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়। গতকাল চুয়েটের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও ব্রিটিশ কাউন্সিলের পরিচালক (পরীক্ষা) সেবেস্তিয়ান পিয়ার্স চুক্তিতে সই করেন। এ সময় চুয়েটের মানবিক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা, ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের ব্যবস্থাপক (পরীক্ষা) হারুনুর রশিদ রিয়াদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 27 July 2025 Sunday 3:39 pm
চুয়েট ও ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস স্কলারশিপ স্কিম চুক্তি
করপোরেট কর্নার ♦ প্রকাশ: