‘চেয়ারম্যান’স এওয়ার্ড’ পদক পেলেন: এম সাইফুল ইসলাম চৌধুরী

শেয়ার বিজ ডেস্ক: দক্ষ ব্যবস্থাপনা, পুজিবাজার ও বিনিয়োগকারীদের কাছে কোম্পানির ইতিবাচক ভাবমূর্তি ও অগ্রগতি বজায় রাখা এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে কোম্পানি ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এনভয় টেক্সটাইলসের কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরীকে ‘চেয়ারম্যানস এওয়ার্ড ২০২৪ ‘ পদক প্রদান করা হয়েছে।

সোমবার ১৬ ডিসেম্বর ময়মনসিংহ ভালুকায় এনভয় টেক্সটাইলস এর বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এনভয় টেক্সটাইলস এর চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এই পুরস্কার ঘোষণা করেন।

এম সাইফুল ইসলাম চোধুরী, এফসিএস ২০১২ সাল থেকে এনভয় টেক্সটাইলস এ কর্মরত রয়েছেন। তার দক্ষতায় সে বছরই এনভয় টেক্সটাইলস লিমিটেড পুজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে। পরিচালনা পর্ষদ এর দক্ষ ব্যবস্থাপনায় এনভয় টেক্সটাইলস লিমিটেড সাফল্যের সাথে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে।