Print Date & Time : 8 September 2025 Monday 3:58 pm

‘চোরাই’ মোবাইলসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কোম্পানির বিপুলসংখ্যক ‘চোরাই’ মোবাইল ফোনসেটসহ ছয়জনকে ঢাকার শাহআলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে বিটিআরসির এক প্রতিনিধিকে সঙ্গে নিয়ে শাহআলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৮টি অনিবন্ধিত মোবাইল ফোনসেট, ২৭৫টি মোবাইল চার্জার ও ৪০টি ব্যাটারি উদ্ধার করার কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনিবন্ধিত মোবাইল ফোনের অবৈধ বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে চোরাপথে এসব মোবাইল ফোন তারা দেশে এনেছে। মোবাইল আমদানি করার কোনো লাইসেন্স তাদের নেই।

সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে আনা এসব ফোন ‘আইএমইআই নম্বর বদলে’ তারা বিক্রি করে আসছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ‘আইনানুগ ব্যবস্থা’ নেয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো মো. তারেক মাহমুদ আজাদ ওরফে ফয়সাল (৪০), মো. মাহমুদুল হাসান ওরফে সরোয়ার (৩৮), মো. সুমন (৩৮), মো. জাকির হোসেন (৩৩), মো. তুষার (২২) ও মো. রাজীব বেপারী (২৬)।