চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল ২ জনের

প্রতিনিধি, নড়াইল : নড়াইল সদর উপজেলার বিড়গ্রামে গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে আসাদুল শেখ (৩৬)। অপর ব্যক্তির নাম-ঠিকানা জানা যায়নি।

পুলিশ বলছে, নড়াইলের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছে। এর মধ্যে গতকাল রোববার দিবাগত রাতে সদর উপজেলার বিড়গ্রামের রেবু বিশ্বাসের বাড়িতে হানা দেয় পাঁচ থেকে সাতজনের একটি চোরচক্র। ওই সময় বাড়িওয়ালা বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে চোরদের ধাওয়া দেন। ওই সময় পৌরসভার উজিরপুর বিলের মধ্যে দুজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ছাড়া বাকিরা পালিয়ে যান।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, সম্প্রতি নড়াইলের বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। চোরদের ধরার জন্য এলাকাবাসীকে সচেতন করা সহ এলাকায় পাহারা বসানো হয়। বীর গ্রামে গরু চুরির ঘটনায় উত্তেজিত জনতার পিটুনিতে দুজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।