Print Date & Time : 11 September 2025 Thursday 3:37 am

চৌগাছায় হামলায় আহত প্রবাসীর মৃত্যু

 

 

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় আহত ইমামুল হোসেন (৩০) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়। তিনি চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। নিহতের বাবা ইউসুফ আলী জানান, ইমামুল সৌদি আরব থেকে এক মাস আগে ছুটিতে বাড়িতে আসে। গত ৩০ নভেম্বর দুপুরে প্রতিবেশী নজরুল ইসলাম ও তার ছেলেরা গরু দিয়ে আমাদের ফসল নষ্ট করে। এর প্রতিবাদ করায় তারা আমার ছোট ছেলে সাইদুরকে মারধর করে। একই দিন সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলামসহ তর লোকজন আমার বড় ছেলে ইমামুলকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে।