চ্যাটবট নির্মাতার বিরুদ্ধে মামলা, গুগলও আসামি

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের এক মা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট নির্মাতার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মায়ের অভিযোগ, চ্যাটবটের কাছ থেকে উৎসাহ পেয়েই তার কিশোর ছেলে আত্মহননের পথ বেছে নিয়েছে। খবর: আল জাজিরা।
মামলাটি হয়েছে গত মঙ্গলবার, ফ্লোরিডার অরল্যান্ডোয়। ওই মায়ের নাম মেগান গার্সিয়া। গত ফেব্রুয়ারিতে মেগানের ১৪ বছরের ছেলে সেওয়েল সেটজার আত্মহত্যা করে। মামলায় অভিযুক্ত ক্যারেক্টার.এআই।

মেগানের অভিযোগ, তার ছেলে সেওয়েল ‘গেম অব থ্রোনসের’ একটি চরিত্রের ওপর ভিত্তি করে ক্যারেক্টার ডট এআইয়ের চ্যাটবটের সঙ্গে ভার্চ্যুয়াল সম্পর্ক গড়ে তুলেছিল। আর এটাই ছেলেকে আত্মহত্যার দিকে প্ররোচিত করেছে।
মামলার নথিতে মেগান বলেছেন, ‘চরম যৌন তাড়না’ ও ‘ভয়ংকর বাস্তবসম্মত অভিজ্ঞতা’ উপস্থাপন করে তার ছেলেকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। ওর সামনে বারবার আত্মহত্যার বিষয়টি উত্থাপন করা হতো। আর এসব কারণে ছেলেটির মাথায় আত্মহত্যার চিন্তা আসে। মেগানের পক্ষ থেকে করা মামলায় অন্যায় মৃত্যু, অবহেলা ও ইচ্ছাকৃত মানসিক যন্ত্রণা দেয়ার জন্য অনির্দিষ্ট ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

এক্স পোস্টে দেয়া বিবৃতিতে ক্যারেক্টার ডট এআই বলছে, ব্যবহারকারীদের একজনকে চিরতরে হারানোয় হৃদয় ‘ভেঙে’ যাচ্ছে। পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানানো হয়েছে। এই মামলায় বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের নাম আসামির তালিকায় রয়েছে। এ বিষয়ে গুগলের মুখপাত্র আল-জাজিরাকে বলেন, ক্যারেক্টার ডট এআই একটি সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান। তাদের পণ্যের সঙ্গে গুগলের কোনো যোগসূত্র নেই।

ঘটনা প্রসঙ্গে নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে দাবি করা হয়েছে, সেৎজারের একটি বিশেষ সমস্যা ছিল। ছোট বয়সেই সে মৃদু ‘অ্য়াসপারজার’স সিনড্রোম’-এ আক্রান্ত হয়েছিল। কিন্তু, আত্মহত্যা করার আগে পর্যন্ত কখনও তার মধ্যে কোনও চরম মানসিক সমস্যা বা বিকৃতি ধরা পড়েনি। সেৎজারের মা অন্তত তেমনটাই দাবি করেছেন। যদিও তিনি জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই স্কুলে কিছু সমস্যা হতে শুরু করে সেৎজারের।

বিষয়টি জানার পরই সেৎজারের বাবা-মা তাকে একজন থেরাপিস্টের কাছে নিয়ে যান। সেখানে তাকে পাঁচটি সেশন করানো হয়। এরপর জানা যায়, সেৎজারের একটি নতুন সমস্যা শুরু হয়েছে। সে ‘অ্যাংজাইটি অ্য়ান্ড ডিসরাপটিভ মুড ডাইস্রেগুলেশন ডিসঅর্ডার’-এ ভুগতে শুরু করেছে।