Print Date & Time : 6 September 2025 Saturday 5:35 pm

ছয় বছরেও শুরু হয়নি সাংবাদিক শিমুল হত্যার বিচার

প্রতিনিধি, সিরাজগঞ্জ: প্রকাশ্য দিবালোকে সিরাজগঞ্জের শাহজাদপুরে গুলি করে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে হত্যার ছয় বছর পেরিয়ে গেলেও এখনও আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার পায়নি তার পরিবার। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরাও। শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা জানান, শিমুল হত্যাকাণ্ডের ছয় বছর পেরিয়ে গেলেও নানা জটিলতা এবং কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা বিচারকাজই শুরুই হয়নি।

২০১৭ সালের ২ ফেব্র–য়ারি শাহজাদপুরের মণিরামপুরে মেয়র হালিমুল হক মিরুর বাড়ির সামনে সংঘষের্র ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন সাংবাদিক শিমুল। পরদিন ৩ ফেব্র–য়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।

এ ঘটনায় সে সময় শাহজাদপুরসহ দেশ ও দেশের বাইরে বিভিন্ন দেশে সাংবাদিক এবং মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানায় ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। সেইসঙ্গে দেশব্যাপী তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে সাংবাদিক সমাজ। বিশ্বব্যাপী আলোচিত হয়ে ওঠে এ ঘটনা। তখন থেকেই শাহজাদপুরের সাংবাদিকরা ধারাবাহিকভাবে খুনিদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন। তারই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষে গতকাল বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শাহজাদপুরের কর্মরত সাংবাদিকরা ও শিমুলের পরিবারের সদস্যরা।

এদিন সকালে শাহজাদপুর প্রেস ক্লাব চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও নিহত সাংবাদিক শিমুলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর প্রেস ক্লাব থেকে শাহজাদপুরে কর্মরত সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্বজনদের নিয়ে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেস ক্লাব চত্বরে ফিরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস। অন্যদের মধ্যে বক্তব্য দেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টু, শাহজাদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, সহসভাপতি এমএ জাফর লিটন, বিআরডিবি চেয়ারম্যান ভিপি লুৎফর রহমান, সাংবাদিক শফিউল হাসান চৌধুরী লাইফ, আতিকুল ইসলাম, কল্যাণ ভৌমিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের ছয় বছর পেরিয়ে গেলেও নানা জটিলতা এবং কূটকৌশলে বিচার প্রক্রিয়া শেষ হওয়া তো দূরের কথা বিচারকাজই শুরু হয়নি। এ হত্যা মামলার সব প্রতিবন্ধকতা দূর করে অবিলম্বে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি জানান গণমাধ্যমকর্মীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন নাহার, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক, মেয়ে তামান্না-ই-ফাতেমা, শাহজাদপুর সমকাল প্রতিনিধি কোরবান আলী লাবলু, সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, এমএ জাফর লিটন, ওমর ফারুক, শামছুর রহমান শিশির, জহুরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, জেলহক হোসাইন, আব্দুল কদ্দুস, শাফিকুল ইসলাম পলাশ, নয়ন আলী, আরিফুল ইসলাম, মিলন মাহফুজ, জাহিদ হাসান, মীর্জা হুমায়ন প্রমুখ।