ছয় ব্রোকারেজ হাউসকে সতর্ক করল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আরও ছয় ব্রোকারেজ হাউসকে সতর্ক করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইন লঙ্ঘনের অভিযোগে তাদের সতর্কতাপত্র পাঠানো হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রোকারেজ হাউসগুলো হলো সালাম অ্যান্ড কোম্পানি, টাইম সিকিউরিটিজ, জিএমএফ সিকিউরিটিজ, গেটওয়ে ইক্যুইটি রিসোর্স লিমিটেড, মেঘনা লাইফ সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট ও এমিনেট সিকিউরিটিজ লিমিটেড।

উল্লিখিত ব্রোকারেজ হাউসগুলোকে ভবিষ্যতে সিকিউরিটিজ সম্পর্কিত সব আইন মেনে চলার জন্য এই সতর্কতাপত্র জারি করেছে বিএসইসি।