প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি গঠনের অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ঢাকামুখি লেন অবরোধ করে বিক্ষোভ করে পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় তারা নানা রকম স্লোগান দিতে থাকেন।
এদিকে, অবরোধের মুখে এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকামুখি লেনে আটকা পড়ে অর্ধশত যানবাহন। এসময় পুলিশ এসে ধাওয়া দিলে সড়ক ছেড়ে পালিয়ে যায় অবরোধকারী ছাত্রলীগ নেতাকর্মীরা।
বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, কোন রকমের সম্মেলন ছাড়াই গত ১৫ডিসেম্বর গভীর রাতে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক শ্রীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করেন। গঠনতন্ত্র উপেক্ষা করে সে গঠিত কমিটিতে যোগ্যদের অ-মূল্যায়ন করা হয়েছে। টাকার বিনিময় পকেট কমিটি গঠনেও অভিযোগ করেন তারা। দ্রুত সে কমিটি ভেঙে সম্মেলনের মাধ্যমে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি তাদের। এ দাবিতেই তারা আজ মাঠে নেমেছিলো। পূর্ব ঘোষিত কর্মসূচি পরোপরি শেষ করার আগে পুলিশ তাদের রাস্তা ছাড়তে বাধ্য করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা মানবন্ধন করবে বলে জানিয়েছিলো। কিন্তু তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে যানবাহন চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেলে তারা দৌড়ে রাস্তা ছেড়ে চলে যায়। এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
এবিষয়ে যোগাযোগ করা হলে জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, বারবার আহ্বান করা সত্ত্বেও শ্রীনগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সম্মেলন করতে পারেনি। এর আগেও কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে শ্রীনগরে কমিটি দিয়েছে। তারা সম্মেলন করতে পারে না, তাই সংগঠনকে গতিশীল করার জন্য নতুন কমিটি দেওয়া হয়েছে। এখন যারা পদ পাইনি তারা নানা অভিযোগ করছে।