Print Date & Time : 29 August 2025 Friday 2:04 am

ছাত্রলীগের কর্মসূচিতে মঞ্চ ভেঙে পড়লেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে মঞ্চ ভেঙে পড়েছেন কয়েকজন নেতা-কর্মী। এ সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় মঞ্চে থাকা ওবায়দুল কাদেরসহ অনেকে আহত হয়েছেন।
এক ভিডিওতে দেখা গেছে, ভেঙে পড়ার সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।