ছাত্রলীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 36;

প্রতিনিধি, বান্দরবান : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা লামা উপজেলার ফাঁসিয়াখালিতে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বান্দরবানে জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করে। এসময় সমাবেশে অংশগ্রহণ করেন যুবদল, সেচ্ছাসেবকদল, ও ছাত্রদলসহ জেলা সাধারণ জনতা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারে দাবি জানানো হয়।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ৩১ জানুয়ারি গভীর রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে। বিগত ১৬ বছর সাধারণ মানুষকে জিম্মি করে লুটপাত করেছিল, ৫ আগস্টের পর আওয়ামী সন্ত্রসীরা পালিয়ে গেলেও হঠাৎ করে প্রশাসনের নাকের ডগায় বসে এরা কিভাবে মিছিল মিটিং করে? বান্দরবানে ৫ আগস্টের পর পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি। শুধু কয়েকবার র‍্যাব অভিযান পরিচালনা করে কয়েকজনকে গ্রেফতার করেছিল। তারপরেও বিভিন্ন মামলার এজাহার ভুক্ত আসামিরা এখনো বুকফুলিয়ে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। সমাবেশ থেকে মামলার এজাহারভুক্ত আসামি, সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, জেলা স্বেচ্ছা সেবকদলের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন ফরহাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোরশেদ বিন ওমর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ প্রমুখ। হ্লাসিং থোয়াই মারমা, বান্দরবান প্রতিনিধি।