Print Date & Time : 6 July 2025 Sunday 7:45 pm

ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান আটক

প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানকে আটক করেছে হাতিবান্ধা থানা পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিবান্ধা সোনালী ব্যাংক এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় (হামার বাড়ি) অফিস অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু হয়। সেই মামলায় হাতীবান্ধা উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি জিহানকে গ্রেফতার করে পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদ-নবী বলেন,সদর থানার পিটিশন মূলে তাকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা আমার জানা নেই। আগামীকাল তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।