Print Date & Time : 15 September 2025 Monday 4:43 pm

ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

 

প্রতিনিধি, নজরুল বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সব সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে পাঁচ দফা দাবি দেয়া হয়। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছেÑ১. অপরাধীদের স্থায়ীভাবে বহিষ্কার; ২. গণমাধ্যমের কাছে সিসিটিভি ফুটেজ প্রদান; ৩. গণমাধ্যমে প্রশাসনের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার; ৪. সন্ত্রাসীদের বর্তমান অবস্থান ব্যাখা এবং ৫. আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যাবস্থা গ্রহণের আল্টিমেটাম, যেগুলোর দাবিতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের গণস্বাক্ষরসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খুরশিদুল আলম মুজিব, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, আরেক সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, ত্রিশাল বার্তার সম্পাদক আনোয়ার হোসেন, সময় টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ সাদিকুর রহমান, মানবকণ্ঠের প্রতিনিধি মো. সেলিম, ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম তুহিন, বিজনেস বাংলাদেশের ত্রিশাল প্রতিনিধি নুরুদ্দিনসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।