নিজস্ব প্রতিবেদক : গত ৭ অক্টোবর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।
মামলা গ্রহণ করার উপাদান না থাকায় মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ আবেদন খারিজ করেন।
মঙ্গলবার সকালে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশ দেওয়ার কথা জানান। দুপুরে আদালত মামলা খারিজের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
মামলায় যাদের আসামি করার আবেদন করা হয় তারা হলেন – মাহবুব খান, আমিনুর রহমান, মো. নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাঁধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৈকত, রনি মুহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহিম ও আরিফ শাহরিয়ার।
মামলার আবেদনে বলা হয়েছে, আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা।
এদিকে এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ৮ অক্টোবর ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ছাত্র অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ নেতাকর্মীর নামে মামলা করেন। সেই মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।